রিফান্ড পলিসি


প্রতিটি কোর্স কেনার পূর্বে এ সম্পর্কিত যাবতীয় তথ্য আগেই জেনে নিন, এবং সম্বব হলে ফ্রি ভিডিও দেখে নিন। কোর্স কেনার পর পরবর্তীতে কোন কারণে যদি আপনি  সিদ্ধান্ত  পরিবর্তন করেন এজন্য আমরা রিফান্ড প্রদান করবো না।


প্রতিটি কোর্স পেজে কোর্সের কন্টেন্ট ডিটেইলস দেয়া আছে, তাই আমরা রিকোয়েস্ট করবো কেনার পূর্বে আপনি আমাদের প্রতিটি কোর্সের কন্টেন্ট ডিটেইলস গুলো ভালো করে চেক করে নেবেন।


আমাদের সমস্ত নীতি, শর্তাবলী এবং শর্তাবলী দেখার জন্য ব্যবহারকারীদের অনুরোধ করছি।


কোর্স  কেনার  ২৪ ঘন্টার পর কোর্সের মূল্য ফেরত দেওয়ার সুযোগ নেই, তবে একজন ব্যবহারকারী রেজিস্ট্রেশনের ২৪ ঘন্টার মধ্যে যদি কোন ভিডিও না দেখেন তাহলে রিফান্ড দাবি করতে পারবেন। তবে এক্ষেত্রে কোর্সটি বাতিল করার আগে বাতিলের কারণ সম্পর্কে ব্যাখ্যা করে আমাদের এই ইমেইল এ – contact@khidmahit.com জানাতে হবে।

 ডিসকাউন্ট কোর্সের জন্য রিফান্ড করা হয় না।


নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্সের প্রথম কন্টেন্ট আপলোড করা না হলে আপনি রিফান্ড দাবি করতে পারবেন, কোর্সের মাঝামাঝি সময়ে মেনটর চাইলে ভিডিও দেওয়া সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন ব্যাচের স্বার্থে এক্ষেত্রে রিফান্ড আবেদন করা যাবে না।

 আমরা সাইটে বর্ণিত সমস্ত শর্তাবলী এবং নীতিগুলি পড়ার এবং স্বীকার করার অনুরোধ করছি I